সাতক্ষীরার নবজীবন ইনস্টিটিউটে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে এ ফল প্রদান অনুষ্ঠিত হয়। নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি তারেকুজ্জামান খান। এছাড়া বক্তব্য রাখেন এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় কম্বোডিয়া থেকে আগত শিক্ষক ইয়ান সুচিত্রা ও ছুল্লাই শেথ।
অনুষ্ঠানে এঞ্জেল শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষা ২০২৩ এ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
সভাপতির বক্তব্যে তারেকুজ্জামান খান শিক্ষার্থিদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি বাচ্চাদের নৈতিক শিক্ষায় বেশি গুরুত্ব প্রদান করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, সহকারি প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক কাজী মফিজুল হক, মোঃ মাহমুদ হোসেন ও শেখ বোরহান আলী। এছাড়া উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোছাঃ সুরাইয়া, পলাশ কুমার রায়, মোঃ আব্দুল্লাহ আল-মামুন, শাহানা খাতুন, মোঃ মোস্তাফিজুর রহমান, অতনু বোস, তুহিনা সুলতানা, প্রিতম দাশ, ফাহাদ হোসেন, শামীমা আক্তার, মোঃ আরিজুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাল, রাজেন দেব সাহা, মোঃ সাগর হোসেন, মোখলেছুর রহমান, নাজমা, ইতি স্বর্ণকার প্রমুখ।
ফলাফলের সকল ছবি দেখতে এই ফেসবুক পেজটি ভিজিট করুন: https://www.facebook.com/Nobojiboninstitute/