আমাদের ছাত্রী ইসরাত জামানের স্বরচিত কবিতা
এই ছবিটি কার? ইসরাত জামান, ৬ষষ্ঠ শ্রেণি, নবজীবন ইনস্টিটিউট এই ছবিটি কার? এই ছবিটি চিরসবুজের রুপসী বাংলার এই ছবিটি দূরের পাহাড় লাজুক ঘাসের বন এই ছবিতে ঘুমিয়ে থাকি আমরা সারাক্ষণ। এই ছবিটি কার? সব মিলিয়ে তার। বাঙ্গালিদের মহান পুরুষ শেখ মুজিবের ছবি। এই ছবিতে মুগ্ধ হলেন শিল্পী এবং কবি।
আমাদের ছাত্রী ইসরাত জামানের স্বরচিত কবিতা Read More »